যেভাবে উদ্ধার করবেন ডিলিট (Delete) করা ফাইল

যেভাবে উদ্ধার করবেন ডিলিট (Delete) করা ফাইল

Brand Bazaar

কারণে-অকারণে অনেক সময় প্রয়োজনীয় অনেক ফাইল কম্পিউটার থেকে ডিলিট (Delete) করা হয়। অনেক সময় দেখা যায় ডিলিট করে ফেলা ফাইলটি খুবই প্রয়োজনীয় ছিল। কিন্তু তা আর ফেরতের আশা থাকে না। তাই জেনে নিন ডিলিট হয়ে যাওয়া ফাইল কীভাবে উদ্ধার করবেন।

যেভাবে উদ্ধার করবেন ডিলিট (Delete) করা ফাইল

আপনি যদি ভুলবশত কোনও ফাইল ডিলিট করে ফেলে থাকেন, তাহলে সেই ডিলিট হয়ে যাওয়া ফাইল ব্যাকআপ থেকে পেতে পারেন। যদি আপনি উইন্ডোজ ব্যাকআপ ব্যবহার করে থাকেন তবেই।

জেনে নিন কীভাবে ব্যাকআপ থেকে ফাইল উদ্ধার করবেন :

১) ব্যাকআপ ওপেন করুন। এবং সেখান থেকে ফাইল রিস্টোর করতে স্টার্ট বাটনে ক্লিক করুন।

২) এবার কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন।

৩) সেখানে System and Maintenance-এ ক্লিক করুন।

৪) এবার Backup and Restore-এ ক্লিক করুন।

13319705_887717598005898_3066462706435228240_n

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment