লাঠিতে ভর দিয়ে জনসম্মুখে রানি দ্বিতীয় এলিজাবেথ

লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে গির্জার একটি অনুষ্ঠানে মঙ্গলবার দেখা গেছে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথকে। তবে সেখানে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা গেছে রানিকে। এই প্রথম জনসম্মুখে তাকে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা গেল।

৯৫ বছর বয়সী রানিকে কালো রঙের একটি লাঠিতে ভর দিয়ে মেয়ে প্রিন্সেস অ্যানির সঙ্গে গাড়ি থেকে নামতে দেখা যায়। সবচেয়ে দীর্ঘ সময়ের রানিকে এভাবে সচরাচর লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায় না।

২০০৪ সালে হাঁটুতে একটি অপারেশনের পর সর্বশেষ রানির লাঠিতে ভর দিয়ে হাঁটার একটি ছবি প্রকাশিত হয়েছিল। তবে মঙ্গলবার কী কারণে তিনি লাঠিতে ভর দিয়ে হাঁটছিলেন সে বিষয়ে কোনো মন্তব্য আসেনি তার দফতর থেকে।

রানি দ্বিতীয় এলিজাবেথের অসুস্থতার খবর বড় একটা পাওয়া যায় না। সর্বশেষ ২০১৩ সালে পাকস্থলীর সমস্যা নিয়ে একবার হাসপাতালে ভর্তি হয়ে অল্প কিছুদিন তাকে ভর্তি থাকতে হয়েছিল।

ডিউক অব এডিনবার্গ বলে পরিচিত রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ফিলিপ কিছু দিন অসুস্থ থাকার পর নিজের ১০০তম জন্মদিনের মাত্র কয়েক সপ্তাহ আগে ৯ এপ্রিল মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৯ বছর।

আপনি আরও পড়তে পারেন