শপথ নিলেন সেই শাহিনসহ ১৯ ইউপি চেয়ারম্যান

শপথ নিলেন সেই শাহিনসহ ১৯ ইউপি চেয়ারম্যান

পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আলোচিত চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার শপথ গ্রহণ করেছেন। একই সময় নবনির্বাচিত আরও ১৮ জন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে ১৯ জন ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ১৯ জন ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করানোর আগে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে জেলা প্রশাসন।

গত ২১ জুন প্রথম ধাপে পটুয়াখালীর চার উপজেলার ১৯ ইউনিয়নের মধ্যে ১৬ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত ও তিন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হন।

এদিকে ২৫ জুন পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার সালিস করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে এক কিশোরীকে বিয়ে করেন। এ ঘটনায় তিনি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় ২৯ জুন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ৭ জুলাই এর বৈধতা নিয়ে শাহিন হাওলাদার রিট করেন। তাকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

আপনি আরও পড়তে পারেন