সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসায় ৩৯ কোটি টাকা সাহায্য

কর্মকর্তা-কর্মচারীরদের জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসায় ৩৯ কোটি টাকা সাহায্য দিয়েছে সরকার। 

সোমবার (১১ অক্টোবর) ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন ২০২০-২০২১’ থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশে বা বিদেশে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসায় চাকরি জীবনে এক বা একাধিকবার সর্বোচ্চ দুই লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়।

এতে জানানো হয়, ২০২০ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এ খাতে বরাদ্দ ছিল ৪০ কোটি টাকা। এরমধ্যে ব্যয় করা হয়েছে ৩৯ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৫৪০ টাকা।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অসহায় অবস্থায় এ সাহায্য দেওয়া সরকারের একটি মহৎ উদ্দেশ্য বলেও প্রতিবেদনে বলা হয়।

আপনি আরও পড়তে পারেন