স্রীয় পদে বহল রইলেন অপসারিত মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা।

স্রীয় পদে বহল রইলেন অপসারিত মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা।

BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV 65% ডিস্কাউন্ট

 

ঢাকা নবাবগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান থেকে অপসারিত মরিয়ম মোস্তফা তার নিজ পদ ফিরে পেয়েছেন। গতকাল ৩০শে মে’২০১৬ ইং তারিখে রিট মামলা হাইকোর্ট ভাইস-চেয়ারম্যান পদ হতে ষরযন্ত্রমূলক অপসারনের আদেশটি অবৈধ ঘোষনা করে স্বীয় পদে বহাল রাখার নির্দেশ দেন।

13330901_10208010372291227_86471856370864996_n
এর আগে নবাবগঞ্জ উপজেলা পরিষদে গত ২৯ নভেম্বর, ২০১৫ তারিখে অনুষ্ঠিত ১৯ তম সভার শুরুতে উপজেলা পরিষদের অফিস সহকারী নিয়োগ অনুমোদনের বিরোধীতা করে সভায় উচ্চবাক্য করে সভা স্থগিতকরণ, বহিরাগত নিয়ে পরিষদের সভাকক্ষে অবৈধভাবে প্রবেশ সহ সরকারী কাজে বিঘ্নিত করার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে অপসরনের আদেশ দেওয়া হয়।মরিয়ম মোস্তফাকে স্রীয় পদে বহল রাখার কারনে নবাগঞ্জ বাসী এখনআনন্দেত জুয়ারে ভাসছে।

মরিয়ম জালাল তার নিজ পদ ফিরে পাবার জন্য নবাবগঞ্জ থানা ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ নবাবগঞ্জ থানা আওয়ামীলীগের সকল অংঙ্গ সংগঠনের নেতা নেত্রী বৃন্দ ও সেই সাথে 24khobor.com এর সম্পাদক আসাদ্দুজ্জামান তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment