দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৬ কোটি ৩৩ লাখ

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৬ কোটি ৩৩ লাখ

 

মে মাসে সব মিলে দেশে ১১ লাখ ৬৮ হাজার নতুন মোবাইল সংযোগ যোগ হয়েছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হিসাব বলছে, সব মিলে এই মাসে ইন্টারনেট সংযোগ ১৩ লাখ ১২ হাজার বেড়ে ৬ কোটি ৩৩ লাখ হয়েছে।

এই সময়ে ওয়াইম্যাক্সের সংযোগ কমেছে সাত হাজার। আবার আইএসপি’র গ্রাহক বেড়েছে দেড় লাখ। মে মাসের শেষে দেশে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত থাকা সংযোগ ৫ কোটি ৯৮ লাখের ওপরে উঠে গেছে।

girls-mobile-internet-techshohor

এপ্রিল মাসের শেষে মোবাইল ইন্টারনেটের সংযোগ ছিল ৫ কোটি ৮৭ লাখ।

তবে সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু ১ জুন থেকে বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধিত না হওয়া সিম বন্ধ হতে শুরু করেছে সে কারণে এর পর কার্যকর থাকা মোবাইল ইন্টারনেট সংযোগ বেশ খানিকটা কমে গিয়ে থাকতে পারে।

বিভিন্ন মাসে ইন্টারনেট গ্রাহকের হিসাব :
মে- ৬ কোটি ৩৩ লাখ
এপ্রিল- ৬ কোটি ২০ লাখ
মার্চ- ৬ কোটি ১৩ লাখ
ফেব্রুয়ারি- ৫ কোটি ৮৩ লাখ
জানুয়ারি- ৫ কোটি ৬২ লাখ

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment