মোঃ নাজমুল হোসেন. স্টাফ রিপোর্টার,
জনতা-ই পুলিশ পুলিশ-ই জনতা : এই যেন হয় পুলিশের সাথে সবার আন্তরিকতা । এই স্লোগানটি সামনে রেখে গত ২৬ শে জুন রবিবার রহমত, বরকত, মাগফিরাতের মাস পবিত্র মাহে রমজানের এর ২০তম রোজার ইফতারের আয়োজন করে নবাবগঞ্জ থানা পুলিশ।
উক্ত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা Superintendent of police (SP) জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, ঢাকা জেলা assistant Superintendent of police (ASP) আজাদ খান, দোহার-নবাবগঞ্জ এর সাবেক এম,পি সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতি মন্ত্রী এ্যাঃ আব্দুল মান্নান খান, দোহার-নবাবগঞ্জ এর সাবেক এম,পি সুবেদ আলী টিপু, বাংলাদেশ আওয়ামীলীগ জাতিয় কমিটির সদস্য জনাব আব্দুল বাতেন
দোহার-নবাবগঞ্জ উপজেলা বর্তমান এম,পি এ্যাঃ সালমা ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও সাধারন সম্পাদক জালালউদ্দিন জালাল, জুয়েল আহামেদ যুগ্ন আহব্বায়ক নবাবগঞ্জ উপজেলা, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্থফা শিমু, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অসীম সরকার ও পনিরুজ্জামান তরুন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব সাইদুর খান সোহেল, নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার জনাব আবুবক্কর সিদ্দিক, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও কলাকোপা ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান ইব্রাহিম খলিল সহ দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রলীগ,ছাত্র সমাজের নেতা কর্মীরা উক্ত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।