আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে না। ঈদ হবে আগামী বৃহস্পতিবার। এবার ৩০ রোজ পূর্ণ হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভা থেকে জানানো হয়, আজ দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।