স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলায় ইসলামিক স্টেট (আইএস) বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
বুধবার (১০আগস্ট) বিকেলে রাজধানীর কদমতলীতে শ্যামপুর থানা আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবিরোধী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি হামলার ঘটনা তদন্ত করে এসব হামলার পেছনে হয় আনসারুল্লা বাংলা টিম অথবা জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেছে। বাংলাদেশে জঙ্গি হামলায় কারা মদদ দিচ্ছে সাধারণ জনগণের কাছে তা পরিষ্কার। দেশি ও আন্তর্জাতিক একটি গোষ্ঠীর চক্রান্তেই এসব ঘটনা ঘটানো হচ্ছে।
অনুষ্ঠানে শ্যামপুর থানা আওয়ামী লীগের ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ছাড়া ঢাকা-৪ আসনের সংসদ সদস্য আবু হোসেন বাবলা উপস্থিত ছিলেন।