আবারও যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে আটক হলেন বলিউডের ‘কিং খান’ খ্যাত সুপার স্টার শাহরুখ খান। ওই বিমানবন্দরে ঘণ্টা খানেক আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাকে।
এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়ে তিনি বলেন, শুক্রবার লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটক করে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, সকালে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে নামার পরই আটক করা হয় কিং খানকে। প্রায় এক ঘণ্টা বিমানবন্দরে বসে থাকতে হয় তাকে। পরে মুক্তি পান তিনি। তবে কী কারণে বলিউড তারকা শাহরুখকে আটক করা হল, তা নিয়ে এখনও কিছুই জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।
টুইটারে শাহরুখ বলেন, বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে সম্মান করি এবং এ বিষয়ে আমি অবগত। কিন্তু বারবারই মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক হওয়াটা শোষণের পর্যায়ে পড়ে। এর আগে ২০০৯ ও ২০১২ সালে দুই দফায় মার্কিন বিমানবন্দরে আটক হয়েছিলেন শাহরুখ খান।
বিমানবন্দরে তাকে প্রথম দফায় দুঘণ্টারও বেশি সময় আটক করে জিজ্ঞাসাবাদ করেন মার্কিন অভিবাসনের কর্মকর্তারা। পরের বারও তাকে ঘণ্টাখানেক আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।