রাজধানীর কদমতলীতে র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকার ওয়াসার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনাস্থল থেকে র্যাব একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৫১০ পিস ইয়াবা, ২৮ অ্যাম্পোল পেথিডিন উদ্ধার করেছে।