আগামী ১৯ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা-নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত সিনেমা ‘অজ্ঞাতনামা’। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এই খবর নিশ্চিত করেছে।
আরো জানানো হয়েছে, দেশের ৭টি হলে মুক্তি পাবে `অজ্ঞাতনামা` ছবিটি। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলগুলো হচ্ছে- রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও শ্যামলী।
`অজ্ঞাতনামা` ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম ও নিপুণ। এছাড়াও রয়েছেন ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন, শহীদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান প্রমুখ। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকির আহমেদ।