মঙ্গলবার ঢাকার দুই নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামসুন্নাহার দুই সাক্ষীর জবানবন্দি নিয়ে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন।
এনিয়ে এমামলায় মোট চারজনের সাক্ষ্যগ্রহণ হল বলে ওই আদালতের পেশকার শামীম আহম্মেদ জানিয়েছেন।
মঙ্গলবার সাক্ষ্য দেন পথচারী ফারুক ও রিকশা গ্যারেজ মালিক মো. বাবু। তারা নিহত আবদুল হাকিম ও মো. ইয়াকুবকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।
এর আগে গত ২৬ মে নিহত রিকশাচালক হাকিমের মা মনোয়ারা বেগম এবং নিহত অটোরিকশাচালক ইয়াকুব আলীর স্ত্রী সালমা বেগম সাক্ষ্য দেন।
২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে ছোড়া এলোপাতাড়ি গুলিতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
ওই ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় একটি মামলা করলেও তখন আসামি কে তা জানা যায়নি।
পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পিনু খানের ছেলে রনি মাতাল অবস্থায় যানজটে পড়ে ক্ষুব্ধ হয়ে নিজের পিস্তল থেকে গুলি ছুড়েছিলেন।
এরপর ৩১ মে রনিকে গ্রেপ্তার করে পুলিশ। তার তিন সপ্তাহ পরে ২১ জুলাই রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।