সিনিয়র স্টাফ রিপোর্টার, আবুল হাশেম ফকির।
ঢাকার দোহার উপজেলা রাইপাড়া ইউনিয়নের লটাখোলা এলাকা হইতে দুই মাদক ব্যাবসায়ীকে এক(১০০)শত ইয়াবাসহ আটক করেছে দোহার থানা পুলিশ।
সুত্রে জানা যায় গতকাল ১৬ আগষ্ট মঙ্গলবার রাতে লটাখোলা এলাকা হইতে ১| নুরে আলম (২৫) পিতা আঃ বয়াতী সাং রাধানগর, দোহার,ঢাকা।২|আতাউর রহমান (৩৮) পিতা মৃত করিম খা, সাং রাধানগর,দোহার,ঢাকা কে এস আই আশরাফুল্লা আটক করেন।
এদের উভয়কেই মাদকদ্রব বিরোধী ও প্রতিরোধ আইনের নিয়মিত মামলায় রুজু করে চলমান প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরন করা হয়।