২৮ আগস্ট দেশব্যাপী পেট্রোল পাম্পে ধর্মঘট

২৮ আগস্ট দেশব্যাপী পেট্রোল পাম্পে ধর্মঘট

13925320_931062833671374_2150733992390824802_n

ইজারা মাশুল বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ আগস্ট রোববার দেশব্যাপী পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ওই দিন সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ধর্মঘট পালিত হবে।

২৮ আগস্ট দেশব্যাপী পেট্রোল পাম্পে ধর্মঘট

শনিবার রাজধানীর এক হোটেলে ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দিন দেশের সব পেট্রোল পাম্প বন্ধ থাকবে। ট্যাংকলরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন এবং বিপণনও বন্ধ থাকবে। এরপরও দাবি মানা না হলে টানা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিশন বৃদ্ধিসহ নানা দাবি ছয় বছরেও বাস্তবায়ন হয়নি। সম্প্রতি ১২ দফা দাবির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে তিনবার চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment