পুড়েছে ১০টি দোকান, ১৯ জন উদ্ধার

পুড়েছে ১০টি দোকান, ১৯ জন উদ্ধার

13925320_931062833671374_2150733992390824802_n

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে ভয়াবহ আগুনে কমপক্ষে ১০টি দোকান পুড়ে গেছে। এখন পর্যন্ত আটকে পড়া ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সর্বশেষ আজ সন্ধ্যার দিকে এ তথ্য জানা গেছে।

এর আগে অভিজাত এই শপিং মলের লেভেল-৬-এর একটি জুতার দোকানে সকাল ১১টার পর আগুন লাগে। এর পর আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে এক এক করে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২৯ ইউনিট।

পুড়েছে ১০টি দোকান, ১৯ জন উদ্ধার

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ছয়তলার সিলিং থেকে আগুন লেগেছে। হতাহতের কোনো খবর নেই। দমকল বাহিনীর কর্মীরা ভেতরে আটকা পড়া ১৯ জনকে উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শপিং মলটিতে যখন আগুন লাগে তখন ক্রেতাদের ভিড় কিছুটা কম ছিল। যারা ছিল তারা ভেতর থেকে বের হয়ে আসতে পেরেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, বারবার কেন বসুন্ধরায় আগুন লাগে তা খতিয়ে দেখা হবে। সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে এসেছি। ফায়ার সার্ভিস চাইলে সহযোগিতা নিতে পারে। হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজন হলে ব্যবহার করা হবে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বি. জে. আহম্মদ আলী খান বলেছেন, প্রথমে ছয়টি ইউনিট কাজ শুরু করলেও পরে ইউনিট বাড়ানো হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment