‘কারাগারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে’

‘কারাগারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে’

13319705_887717598005898_3066462706435228240_n

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কারাগারের কনফারেন্স সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অভিযোগ করেন নতুন চেয়ারম্যান।

‘কারাগারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে’

কাজী রিয়াজুল হক বলেন, কেন্দ্রীয় কারাগারের বন্দিদের নানা রকম সমস্যা রয়েছে। তাঁরা সময় মতো পানি পান না। তাঁদের জন্য কারাগারে নামাজের কোনো জায়গা নেই। এখানকার বেশির ভাগ কয়েদি মুসলমান। তাদের নামাজপড়ার অধিকার রয়েছে। তবু কেন এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়নি বলে প্রশ্ন তোলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

তিনি বলেন, বন্দিদের সময় মতো খাবার দেওয়া হয় না। এমনকি যে খাবার দেওয়া হয় তার মান নিয়েও অনেকটা প্রশ্ন রয়েছে। কারাগারের বন্দিদের যেন খাবারের কষ্ট দেওয়া না হয়।

এর আগে আজ বেলা ৩টার দিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কারাগার পরিদর্শনে আসেন। তিনি কারাগারের ভেতরের ও বাইরের পরিবেশ ঘুরে ঘুরে দেখেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment