নীলফামারীতে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগে আওয়ামীলীগের স্থানীয় ২ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা বর্তমানে থানা হাজতে রয়েছে। এ ঘটনাটি ঘটেছে জেলার ডিমলা উপজেলার পাগলপাড়া গ্রামে। আটককৃতরা হলেন, ওই এলাকার আছরাফ আলী (৩৪) ও সুলতান মিয়া (৩২)। এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে পাগলপাড়া বাজারে আনুমানিক ২৫/২৮ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারী অবস্থান করছিলেন।
গত ২৪ আগষ্ট বুধবার গভীর রাতে আওয়ামীলীগের খগা খড়িবাড়ী ইউনিয়ন পর্যায়ের নেতা আছরাফ আলী ও সুলতান মিয়া নামের দুই নেতা প্রতিবন্ধী ওই নারীকে বাজারের একটি ঘরে ধর্ষণ করে। বিষয়টি বাজারের নৈশ প্রহরীর দেখে ফেলে। পরদিন সে ঘটনাটি জনমুখে প্রচার হয়ে যায়। এ অবস্থায় সরকারী দলের নেতারা বিষয়টি ধামাচাপা দিতে ২৫ আগষ্ট বৃহস্পতিবার রাতে এক শালিস বৈঠকে বসে। এলাকাবাসীর দাবী আওয়ামীলীগের নেতারা ভাগ বাটোয়ারা করার উদ্দ্যেশ্যে শালিস বৈঠকে ১ লক্ষ টাকা ক্ষতিপুরণ ধার্য করে। তবে ওই ক্ষতিপুরনের টাকা ওই নারীর পক্ষে কে গ্রহণ করবে। এ নিয়ে বৈঠকে হট্টগোলের সৃষ্টি হয়।
খবর পেয়ে এক পর্যায়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক দুজন ও অসহায় ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধর্ষকদের ছাড়াতে আওয়ামীলীগের স্থানীয় নেতারা নানাভাবে চাপ দেয়ার পরেও বর্তমানে তারা থানা হাজতে আটক রয়েছেন। এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মর্তা মোয়াজ্জেম হোসেন ধর্ষক দুজন কে আটকের বিষয়টি নিশ্চিত করেন।