স্টাফ রিপোর্টার
গত ২৫শে আগস্ট ৮ই ভাদ্র বৃহস্পতিবার ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের ইছামতি নদীতে অনুষ্ঠিত হলো৪০ বছরের ঐতিহ্য দাঊদপুর নৌকা বাইচ প্রতিযোগিতা।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ১৪ টি নৌকা অংশ গ্রহন করে। নৌকা গুলোর নাম হলো দাদা নাতী(ইমন বিশ্বাস), রিয়াদ এন্টার প্রাইজ, শাহ্জালাল, খানবাড়ী, হারানো মানিক, দাদা নাতী(খানেপুর), আলী হোসেন, সোনার চাঁন, আব্দুল খালেক, শুকচাঁন।
উক্ত নৌকা বাইছে যৌথ ভাবে চ্যাম্পিয়ন হয় দাদা-নাতী (ইমন বিশ্বাস) এবং রিয়াদ এন্টারপ্রাইজ, এবং রানার্সআপ শাহ্জালাল।
উক্ত নৌকা বাইচে প্রধান আয়োজক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিকারীপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সমাজ সেবক মোঃ মোজাম্মেল হোসেন (টিপু)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নয়নশ্রী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রিপন মোল্লা, মোঃ মাদল মিয়া অর্থ সম্পাদক কৃষকলীগ নবাবগঞ্জ উপজেলে আওয়ামীলীগ, মোঃ উমর খান সহ- সম্পাদক শিকারীপাড়া ইউপি আওয়ামীলীগ, নুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শিকারীপাড়া ইউপি,
সমাজ সেবক বিল্লাল হোসেন, নজরুল তালুকদার সভাপতি সেচ্ছাসেবকলীগ শিকারীপাড়া ইউপি, এ.কে.এস শামীম হাসান (তদন্ত) নবাবগঞ্জ থানা, তাজদ্দিন আহাম্মেদ অফিসার ইনচার্জ বারুয়াখালী তদন্ত কেন্দ্র, জালাল উদ্দিন এস আই বারুয়াখালী তদন্ত্র কেন্দ্র,
শওকত হোসেন আহ্বায়ক যুবলীগ শিকারীপাড়া ইউপি, সমাজ সেবক আইয়ুব খান, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।