এবারের ঈদে শাকিবের ‘বসগিরি’র সঙ্গে ভালোই প্রতিযোগিতা করবে পরী মনি ও নবাগত নায়ক রোশান অভিনীত সিনেমা ‘রক্ত’। এরই মধ্যে সিনেমাটির ‘ডানাকাটা পরী’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার এলো পরী-রোশানের ‘রক্ত’ সিনেমার নতুন গান ‘ধিম তা না’।
আসছে ঈদে মুক্তি পাচ্ছে রক্ত। পরী ভক্তদের জন্য ভিন্ন লুকে হাজির হচ্ছেন এই নায়িকা। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। বৃহস্পতিবার রাতে অনলাইনে প্রকাশ করা হয়েছে ‘রক্ত’ সিনেমার ‘ধিম তা না’ শিরোনামের একটি গান।
পরী মনি বলেন, ‘সবার ভালোবাসাতেই তো আমি আজকের পরী। এবার ঈদ আনন্দে সবাই ‘রক্ত’ সিনেমাটি দেখতে হলে যাবেন। এরই মধ্যে তো সবাই এই সিনেমার গান ‘ধিম তা না’র সঙ্গে নাচছে। আমিও নিজেও নাচছি।’
Click here for Video :