লিবিয়ার বেনগাজিতে বাংলাদেশি এক নার্সকে ধর্ষণের পর হত্যা করার খবর পাওয়া গেছে। ওই নার্সকে হত্যার আগে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে হতভাগা ওই নার্সের নাম প্রকাশ করা হয়নি।
নিহত ঐ বাংলাদেশি নার্স লিবিয়ান রেড ক্রিসেন্টের স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ইবনে সিনা পলিক্লিনিকে কাজ করতেন।
লিবিয়ান অবজারভার নামক পত্রিকার প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে ওই নার্সকে কর্মস্থলে দেখা যায়নি। তার মোবাইলও বন্ধ ছিল। পরে তার সহকর্মীরা খোঁজ নিতে তার ফ্ল্যাটে গেলে ওই নাসের মরদেহ দেখতে পান তারা।তবে বেনগাজি কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও কিছু বলেননি।