ইউটিউবে রিলিজ হয়েছে শাকিব খান এবং নবাগতা বুবলি অভিনীত ছবি ‘বসগিরি’র প্রথম গান। ‘মন তোকে ছাড়া’ শিরোনামের মিউজিক ভিডিওটি গতকাল ২৮ আগস্ট পূর্বঘোষণা অনুযায়ী রিলিজ করা হয়। গানটি প্রকাশিত হওয়ার পর থেকে আজ সকালে পর্যন্ত প্রায় ৬০,০০০ হিট পেয়েছে।
রবিউল ইসলাম জীবনের কথায় ‘মন তোকে ছাড়া’ গানটিতে সুর-সঙ্গীত এবং কণ্ঠ দিয়েছেন আকাশ। গানটির শুটিং হয়েছে থাইল্যান্ডে। এই ছবিতে প্রথমবারের মত জুটিবদ্ধ হয়েছেন শাকিব-বুবলি। আসন্ন ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, ওপার বাংলার রজতাভ দত্ত ও মাজনুন মিজান। বাংলাদেশ ও থাইল্যান্ডের মনোরম লোকেশনে সিনেমার দৃশ্যধারণ হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন