ওবায়দুলকে ঢাকায় নেয়া হচ্ছে

ওবায়দুলকে ঢাকায় নেয়া হচ্ছে

 

ডোমারে গ্রেফতার হওয়া উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুল হককে ঢাকায় আনা হচ্ছে।

বুধবার বেলা ১২টার দিকে ডোমার থানায় ডিএমপি রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হকের নেতৃত্বে ডিএমপির সদস্যরা একটি মাইক্রোবাসে করে ঢাকার পথে রওনা দিয়েছেন।

ওবায়দুলকে ঢাকায় নেয়া হচ্ছে

এর আগে প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় ওবায়দুলকে ধরা সম্ভব হয়েছে।

তাকে ধরতে সোনারায় ও এর আশপাশের বাজারসহ বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে অভিযান চালানো হয়।
এসময় প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জাকির হোসেন খান ছাড়াও ডিএমপি রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক, র‌্যাব-১৩ এর অধিনায়ক মো. আতিক উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ৭টার দিকে ওবায়দুলকে ডোমার সোনারায় বাজারে ঘোরাঘুরি করতে দেখে ওই এলাকার এক মাংস ব্যবসায়ী। তাকে একটি চায়ের দোকানে বসিয়ে রেখে পুলিশকে খবর দেয় সে।

পরে পুলিশ ও র্যাবের সদস্যরা সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment