‘বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে যাবে’

‘বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে যাবে’

 

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সঠিক শিক্ষার মাধ্যমে নিজেদের আলোকিত করে গড়ে তোলো। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে যাবে। ছাত্রলীগের সকল নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ার উপদেশ দেন তিনি।shake-pm20160827171121

বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা জীবন দিয়ে গেছেন, কিন্তু তার আদর্শ রয়ে গেছে। সেই আদর্শ নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সাড়ে তিন বছরে একটি দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করে গেছেন। বাংলাদেশকে নিজের পায়ে এগিয়ে নেওয়ার সকল কিছু তিনি করে গেছেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আমলে ১১ হাজার যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত ছিল, ২২ হাজার মামলা হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে সব যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিলেন। গোলাম আযমকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হলো। বাংলার মাটিতে তাদের প্রতিষ্ঠা করলো, তাদেরও বিচার আমরা করেছি-করে যাচ্ছি।

তিনি বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী এবং জাতির জনক বঙ্গবন্ধুর খুনিদের বিচার এই বাংলার মাটিতে আওয়ামী লীগই করেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর সে সময় বিবিসিতে ইন্টারভিউতে খুনিরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল । তারা বলেছিল- কে আমাদের বিচার করবে? কারণ বঙ্গবন্ধুকে মেরে ফেলেছি। তবে আমরা বিচার করেছি, আমরাই করেছি। মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ফিরিয়ে আনবো বলেই বাংলাদেশে রাজনীতি শুরু করি।

 

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment