মীর কাসেমের সাথে দেখা করতে কারাগারের পথে পরিবার

মীর কাসেমের সাথে দেখা করতে কারাগারের পথে পরিবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সাথে দেখা করতে কারাগারে যাচ্ছেন তার পরিবার। তার স্ত্রী, ছেলের স্ত্রী, নাতি, নাতনিসহ অনেকেই যাচ্ছেন কারাগারে।

মীর কাসেমের সাথে দেখা করতে কারাগারের পথে পরিবার

প্রসঙ্গত রিভিউ আবেদন খারিজের রায় বুধবার সকাল সাড়ে ৭ টায় পড়ে শুনানো হয় মীর কাসেম আলীকে। এসময় তার চোখে মুখে উদ্বেগ লক্ষ্য করা গেছে। রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন করবেন কি না এ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে মীর কাসেম আলী সময় চেয়েছেন।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক এসব তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, রায় পড়ে শোনানোর পর মীর কাসেম আলীকে কিছুটা চিন্তিত ও চোখে মুখে উদ্বেগ লক্ষ্য করা যায়। এছাড়া প্রেসিডেন্টের কাছে মার্সি চাওয়া নিয়ে তিনি সময় চেয়েছেন।
তিনি জানান, রাত অনেক বেশী হওয়ায় মীর কাসেম আলীকে তা পড়ে শুনানো হয়নি। বুধবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিক ভাবে তাকে রায় পড়ে শুনানো হয়।

৬৩ বছর বয়সী মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন। গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment