দিনাজপুরের পার্বতীপুরে এক তরুণীকে ধর্ষণের চেষ্টাকালে এলাকাবাসীর হাতে গণধোলাই খেয়েছে রেলওয়ে পুলিশের দুই সদস্য। মঙ্গলবার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটেছে পার্বতীপুর রেলওয়ে হাসপাতালের কলোনীতে। এ সময় বিক্ষুদ্ধ এলাকাবাসী রেলওয়ে হাসপাতাল কলোনীতে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
গণধোলাইয়ের শিকার হওয়া ওই দুই পুলিশ সদস্য হলেন-সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিষ্ণু চন্দ্র বর্মন (৩২) ও পুলিশ সদস্য মো. ফেরাজুল ইসলাম (৩০)।
এলাকাবাসী সুত্রে জানা যায়, দুপুর দেড়টায় পার্বতীপুর শহরের ধুপিপাড়া এলাকার এক তরুণীকে (বয়স আনুমানিক ১৭) রেলওয়ে হাসপাতাল কলোনীতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই দুই পুলিশ সদস্য। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে হাসপাতাল কলোনী ঘেরাও করে। সেখান থেকে এএসআই বিষ্ণু চন্দ্র বর্মন ও পুলিশ সদস্য ফেরাজুল ইসলামকে আটক এবং বিবস্ত্র অবস্থায় তরুণীটিকে উদ্ধার করে স্থানীয়রা।
পার্বতীপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম এ তথ্য করে জানান, অভিযুক্তদের প্রত্যাহার করা হয়েছে।