খাগড়াছড়ির দীঘিনালায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম বাদল মিয়া (৩৭)।
রোববার রাতে উপজেলা সদরের অনাথ আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত বাদল মিয়া অনাথ আশ্রম এলাকার রশিদ মিয়ার ছেলে। ওই এলাকায় তার একটি দোকান ছিল। রোববার রাতে তাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে।
ওসি জানান, সকালে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দোষীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।