দুই লম্পটের হাত থেকে মেয়ের ইজ্জত বাঁচাতে পিরোজপুরের ভান্ডারিয়ায় এক মায়ের আকুতি জানিয়ে ভান্ডারিয়া উপজেলা ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের মতিন ফরাজির ছেলে খায়রুল ও আব্দুর রহমান ফরাজির ছেলে ফোরকানের বিরুদ্ধে নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুসের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই মেয়েটির মা।
মেয়েটি আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে প্রায় প্রতিদিন পথ আগলে মেয়েটিকে উত্যাক্ত করে বখাটে খায়রুল ও ফোরকান। তাকে বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে তারা প্রেম নিবেদন করে আসছে। অশ্লীল ভাষায় বিভিন্ন মন্তব্য করে তাকে বিরক্ত করে খায়রুল ও ফোরকান। সম্প্রতি মোবাইল ফোনে তার ছবি তুলে অশ্লীল বন্তব্য লিখে বাংলা –ভারত নামে একটি ভুয়া আইডি খুলে তা ফেসবুকে পোস্ট করে।
লম্পটদের কবল থেকে মেয়েটির ইজ্জত বাচাতে এবং ওই ঘটনার বিচার চেয়ে বোরবার আবেদনের পর বিষয়টি তদন্তকরে ব্যবস্থা নিতে উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহানারা পারভীনকে নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই বখাটে পলাতক রয়েছে বলে জানা গেছে।