সায়েদাবাদে উপচেপড়া যাত্রী, টিকিট নেই

সায়েদাবাদে উপচেপড়া যাত্রী, টিকিট নেই

ভোরের আলো ফোটার আগেই রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে এসে ভিড় করেছেন হাজার হাজার ঘরমুখো মানুষ। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট মিলছে না।

কাঙ্ক্ষিত বাসের টিকিট না পেয়ে এদিক-সেদিক ছোটাছুটি করছে যাত্রীরা। কিন্তু কোনো কাউন্টারেই নেই পর্যাপ্ত টিকিট।

টার্মিনালের কয়েকটি বাসের বাস স্টাফ এবং যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তায় যানজটের কারণে বাসগুলো টার্মিনালে আসতে ঘণ্টার পর ঘণ্টা অতিরিক্ত সময় লাগছে। ফলে বেল‍া যতই বাড়ছে সায়েদাবাদে যাত্রীর ভিড় তত বাড়ছে।
সায়েদাবাদে উপচেপড়া যাত্রী, টিকিট নেই

বাস সংকটের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ঈদে ঘরমুখো এসব মানুষজন। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

সায়েদাবাদ থেকে কুমিল্লাগামী ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা মইন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা, দাউদকান্দি ও কাঁচপুর এলাকায় ভয়াহ যানজট রয়েছে। যেসব গাড়ি কুমিল্লা গিয়েছিল সেগুলো ফিরে আসতে পারছে না।

তিনি আরো জানান, ভোরে যে গাড়িগুলো সায়েদাবাদ ছেড়েছে সেগুলো এখনো এখন পর্যন্ত (সকাল সাড়ে ৮টা) কাঁচপুরই যেতে পারেনি। গাড়িগুলো মহাসড়কের মৌচাকে গিয়ে গাড়ি আটকে আছে।

টিকিটের লাইনে দাঁড়ানো কুমিল্লাগামী যাত্রী শাহিন জানান, তিনি দুই থেকে আড়াই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। টিকিট পাননি। কখন পাবেন তারও ঠিক নেই।
এদিকে, বাসে টিকিট না পেয়ে অনেকেই বাসের ছাড়ে, ঝুলে ও ভেতরে দাঁড়িয়ে ফিরছেন নাড়ির টানে।

অপরদিকে, যারা টিকিট পাচ্ছেন তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তারা জানান, সব কাউন্ডারেই টিকিটের মূল্য প্রায় দ্বিগুণ নেওয়া হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment