বরিশালের আগৈলঝাড়ায় ঊষা বাড়ৈ (৪২) নামে এক বিধবা নারীকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর কথিত প্রেমিক রিমন ঢালীকে (৪৫) আটক করেছে পুলিশ।
বুধবার রাত ৭টায় উপজেলার উত্তর বাকাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঊষা রানী ওই এলাকার মৃত সত্যরঞ্জন বাড়ৈর স্ত্রী। আটক রিমন একই গ্রামের দিলীপ ঢালীর ছেলে।
আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পাশাপাশি বাড়ির দুই জনের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার সময় কথাকাটাকাটির জের ধরে ঊষা রাড়ৈর তলপেটে রেমন ঢালী ছুরিকাঘাত করে। একই সঙ্গে রিমন নিজেও বিষপান করে।
এ সময় বিধবার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে রিমনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ছুরিকাহত ঊষা বাড়ৈকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি মনিরুল ইসলাম আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত রিমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।