রাজীব হাসান মোস্তাফিজরু রহমান ফিরোজঃ নতুন বছরকে সামনে রেখে নতুন গানের এ্যালবাম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে নবাবগঞ্জের কৃতি সন্তান বিখ্যাত গীতিকার ও সুরকার রাজীব হাসান।
রাজীব হাসানের সাথে সাখাৎকারের সময় ২৪খবর.কম কে জানান, নতুন বছর ২০১৭ সাল কে সামনে রেখে নতুন একটি এ্যালবামের শো শুরু করেছি এবং এ এ্যালবামে প্রতিটি গানে নতুন বছরের অাবৃতি নিয়ে গাওয়া হবে। রাজীব হাসান ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি গান গাওয়া টা পছন্দ করতেন। ২০০৮ সালে রাজীব হাসানের কথা ও সুরে সর্ব প্রথম “ওর লাগিয়া” এল্যবামটি বের হয়। এ পর্যন্ত বাজারে তার মোট ৮ টি এলবাম রয়েছে। ২০১৪ সালে “সুইট ড্রিমস কালচারাল” ফোরাম থেকে সেরা গীতিকার হিসাবে রাজীব হাসানকে নির্বাচিত করা হয়।”কাঁসার থালা রুপালী চাঁদ” সিনামাতে রাজীব হাসানের কথা ও সুরে ২ টি গান রয়েছে। গান দুটির শিরোনাম রিয়া বন্ধু ও স্বপ্ন ছুঁয়ে। গান ২টিতে কন্ঠ দিয়েছেন জয় মাহমুদ, বিপুল ও নিপা। তাছাড়া বেশ কিছু নাটকে ও মিক্সড এলবামের কাজ করছেন।তিনি অারো জানান, নবাবগঞ্জে একটি গানের মিউজিক ভিডিও করার স্বপ্ন রয়েছে খুব শিগ্রই শুরু হবে।