বাস-ট্রাকের ত্রি-মুখী সংঘর্ষে শেরপুরে আহত ১০

https://www.youtube.com/watch?v=Y7dCEMbzIZI

8বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী দু’টি বাস ও ট্রাকের ত্রি-মুখি সংঘর্ষে অন্তত ১০জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় জানা যায়নি।আজ শনিবার  বেলা দেড়টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. সোহেল রানা এই নিশ্চিত করে জানান, নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে নীলফামারীগামী কাজী পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছলে মহাসড়কে মোড় নেয়া মালবাহী ট্রাকের সঙ্গে ত্রি-মুখি সংঘর্ষ ঘটে।

এতে কমপক্ষে ১০জন ব্যক্তি আহত হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে মুর্হূতের মধ্যে যাত্রীবাহী দু’টি বাসের চালক গতি নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হন বলেও জানান ষ্টেশন অফিসার মো. সোহেল রানা।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট !

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment