সিলেটে অপহৃত নববধূ উদ্ধার, আটক ২

https://www.youtube.com/watch?v=KKqI7GwfXEI

সিলেটে অপহৃত নববধূ শাপলা দেবনাথকে উদ্ধার করেছে পুলিশ।33

আটককৃতরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বড়গ্রামের মৃত রঞ্জন নাথের ছেলে সুশান্ত দেবনাথ (৩০) এবং সুনামগঞ্জের বড়পাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে রবি মিয়া (২৫)।

সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আফসার জানান, সিলেট নগরীর ওসমানী হাসপাতালের সামনে থেকে নববধূ শাপলা দেবনাথকে উদ্ধার করা হয়। এ সময় ওই দুই যুবককে আটক করা হয়।

তিনি বলেন, এটা প্রেমঘটিত বিষয়, নাকি অপহরণ করা হয়েছিল- সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার সুতারগাঁওয়ের রবীন্দ্র দেবনাথের ছেলে নিখিলেশ দেবনাথের (২৭) সঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জীবনপুর গ্রামের পকিল দেবনাথের মেয়ে শাপলা দেবনাথের (২২) বিয়ে হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে টুকেরবাজার তেমুখী পয়েন্টে ৬-৭টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারযোগে দুর্বৃত্তরা বরযাত্রীবাহী গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে নববধূ শাপলাকে নিয়ে চম্পট দেয়।

ঘটনার পর সিলেটের বিভিন্ন থানার পুলিশ নববধূকে উদ্ধারে অভিযান শুরু করে।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন 1j55

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment