অভিনেত্রী অহনা এখন ব্যবসায়ী

111একটি বিনোদনমূলক ম্যাগাজিনের ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০০৭ সালে মিডিয়াতে আসেন অহনা। এরপর থেকে মডেলিং-নাটকের কাজে নিয়মিত হয়েছেন। কাজ করেছেন কয়েকটি চলচ্চিত্রেও। অনেকদিন ধরেই এই অভিনেত্রী আলোচনায় ছিলেন না।

তবে খবর পাওয়া গেল সম্প্রতি অহনা ব্যবসায় শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে জাগো নিউজকে অহনা বলেন, ‘চলতি মাসেই ‘অহনা’স ইভেন্ট’ নামে একটি ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠানের যাত্রা শুরু করছে। এর স্বত্বাধিকারী আমিই। এরইমধ্যে বেশ কয়েকটি ইভেন্ট বেশ সফলভাবে শেষও করেছি। নতুন যাত্রার জন্য দোয়া করবেন।’

অহনা আরো জানান, ‘শিগগিরই তিনি রাজধানীল উত্তরায় একটি বিউটি পার্লার চালু করবেন। এখন লোকেশন খুঁজছেন। কিছুদিনের মধ্যেই তিনি সবাইকে জানান দিয়ে এর যাত্রা শুরু করবেন।’

হঠাৎ ব্যবসার সাথে নিজেকে জড়ানো প্রসঙ্গে অহনা রহমান বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে ছিল, অভিনয়ের পাশাপাশি নিজেই কিছু একটা করব। তাছাড়া আমি মনে করি শিল্পীদের অভিনয়ের পাশাপাশি অন্যকিছু একটা করা উচিৎ। তাতে স্বাবলম্বী থাকা যায়। যেমন আমাদের মিডিয়ার অনেকেই এটা করছেন।’

এদিকে, অহনা ব্যস্ত তার অভিনীত কিছু ধারাবাহিক নাটক প্রচারে আছে সেগুলো নিয়ে। তাছাড়া কিছুদিন পরই আবারো আগামী ঈদের কাজের জন্য তার ব্যস্ততা বেড়ে যাবে। তাছাড়া অহনা অভিনীত পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবিটি কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র লাভ করে। সাইমনের বিপরীতে এই ছবিটি খুব শিগগির মুক্তি পাবে বলে জানান অহনা।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন4k-1

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment