বিউটি পার্লার খুলছেন অহনা

106কয়েকমাস আগে ‘অহনাস ইভেন্ট’ নামে একটি ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান খুলেছেন অভিনেত্রী অহনা। নতুন করে আরো এক ব্যবসায় নাম লেখাচ্ছেন ‘চোখের দেখা’ ছবির এই নায়িকা।

বিউটি পার্লার খুলছেন অহনা। তার বান্ধবী লিজা মিতুর সাথে যৌথভাবে উত্তরায় ‘আহ-মি’ নামে একটি বিউটি পার্লার খুলেছেন তিনি। এটি অবস্থিত নগরীর উত্তরায়। এরইমধ্যে পার্লারটির কাজ পুরোদমে এগিয়ে চলছে।

অহনা জানান, ‘বিউটি পার্লার করার ইচ্ছাটা আমার অনেক দিনের। আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি আনন্দিত। আমার এই উদ্যোগের সঙ্গে আমার প্রিয় বান্ধবী ও অভিনেত্রী লিজা মিতুও আছে।’

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করবো ‘আহ-মি’ এর মধ্যদিয়ে সৌন্দর্য পিয়াসীদের সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য। পার্লারটি খুব শিগগিরই উদ্বোধন করা হবে।’

অহনা বর্তমানে ব্যস্ত আছেন বৈশাখী টিভির ‘কমেডি ৪২০’ নামক একটি ধারাবাহিক নাটক নিয়ে। এছাড়া খন্ড নাটকেও দেখা যাচ্ছে তাকে। আপাতত নাটক আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে চান তিনি। বড়পর্দায় কাজের তেমন আগ্রহ নেই বলে জানান অহনা। সর্বশেষ তার অভিনীত ‘চোখের দেখা’ ছবিটি গত ১৪ অক্টোবর মুক্তি পায়।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন4k-1

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment