যৌন আবেদনে ক্যাট-আলিয়াকে হারানো কে এই শর্মা?

যৌন আবেদনময়ীর কথা আসলেই প্রথমে ফিল্মি নায়িকা কিংবা আইটেম গার্লদের প্রসঙ্গ আসে। কিন্তু টিভি তারকারাও যে কম যান না তা প্রমাণ করলেন নিয়া শর্মা।
গত দু-তিন বছর ধরেই ব্রিটিশ সংবাদপত্র ইস্টার্ন আই-এর সেরা ৫০ সেক্সিয়েস্ট উইমেন তালিকায় থেকেছেন সানায়া ইরানি, গওহর খান এবং নিয়া শর্মারা। এবছরও সেই তালিকায় রয়েছেন বহু ভারতীয় তারকা।
তবে এ বছরটা একটু স্পেশাল। কারণ এ বছরের তালিকায় অনেক বলিউড নায়িকাকে টেক্কা দিয়ে তৃতীয় স্থানটি দখল করেছেন ‘জামাই রাজা’ তারকা নিয়া শর্মা।

পঁচিশ বছরের এই সুন্দরী এবছরের তালিকায় দীপিকা পাডুকোন ও প্রিয়ঙ্কা চোপড়ার পরেই স্থান করে নিয়েছেন। সবচেয়ে বড় কথা পেছনে ফেলে দিয়েছেন ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।

এবছরের তালিকায় আলিয়া রয়েছেন পঞ্চম স্থানে। তবে এরও অনেকটা নীচের দিকে রয়েছেন ক্যাটরিনা কাইফ।

ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট  !

আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment