বলিউড তারকাদের বিচ্ছেদ

173বলিউড তারকাদের সম্পর্কের ভাঙা-গড়ার মধ্যেই পার হয়েছে ২০১৬ সাল। এ বছর বিয়ের পিঁড়িতে বসেছেন বিপাশা বসু-করণ সিং গ্রোভার, হেজেল কিচ-যুবরাজ সিং, লিসা হেইডন-দিনো লালভানিসহ অনেকেই।

 

শুধু যে সম্পর্ক জুড়েছে তা নয়। প্রেমের সম্পর্কের ভাঙনের জন্যও আলোচনায় এসেছেন অনেক জুটি। এর মধ্যে রয়েছেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের সমাপ্তি এ বছরই টেনেছেন তারা।

 

এছাড়া বলিউড তারকাদের বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটেছে এ বছর। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়েছে এমন কয়েকটি জুটিকে নিয়ে আমাদের আজকের এ প্রতিবেদন।

 

ফারহান আখতার ও আধুনা ভবানী : এক যুগেরও বেশি সময় সংসার করার পর দাম্পত্য জীবনের ইতি টানেন বলিউড নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও আধুনা ভবানী। গত ২১ জানুয়ারি বিচ্ছেদের বিষয়টি সবার সামনে প্রকাশ করেন তারা। তিন বছর প্রেম করার পর ২০০০ সালে বিয়ে করেন এ জুটি। দাম্পত্য জীবনে তাদের সাকিয়া এবং আকিরা নামে দুটি কন্যা সন্তান রয়েছে।

 

বিচ্ছেদের ঘোষণা দিয়ে এ দম্পতি এক বিবৃতিতে বলেছিলেন, ‘আমরা (আধুনা এবং ফারহান) অনেক ভেবেচিন্তে ঘোষণা করছি, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে সন্তানরা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, তাই বাবা-মা হিসেবে আমাদের সন্তানদের সকল দ্বায়িত্ব আমরা পালন করব। যেন তারা সকল প্রকার গুঞ্জন এবং মানুষের কটুক্তি থেকে মুক্ত থাকে।’

 

আরবাজ-মালাইকা আরোরা : অনেকদিন ধরেই বলিপাড়ায় আলোচনা হলেও আরবাজ ও মালাইকা আরোরা খান তাদের দাম্পত্য জীবনের ইতি জানার ঘোষণা দেন গত ২৮ মার্চ। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে আরবাজ-মালাইকা যৌথভাবে একটি লিখিত বিবৃতিতে তারা জানান, ‘এটা ঠিক যে, আমরা আলাদা হচ্ছি। পরস্পরে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলাম। কিন্তু এটি আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। পরিবারের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সকল গুঞ্জনকে দূর করতে আমরা এই বিবৃতি দিচ্ছি। যারা আমাদের বন্ধু এবং ঘনিষ্ঠ সূত্র হয়ে আমাদের পক্ষে বিভিন্ন রকম কথা বলছেন তারা ভুল তথ্য দিচ্ছেন। তারা এতদিন আমাদের নিয়ে বিভিন্ন কুৎসা রটিয়েছেন কিন্তু আমরা এ বিষয়ে চুপ ছিলাম কারণ এটি আমাদের ব্যক্তিগত বিষয়। আমাদের একটি সন্তান রয়েছে এবং এর সঙ্গে আমাদের পরিবার জড়িত। আমরা এ বিষয়ে কোনো কথা বলছি না, এর মানে এই নয় যে আমরা কাউকে আজেবাজে গুঞ্জন ছড়ানোর অনুমতি দিয়েছি।’

 

সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে : ২০০৯ সালে নাটকে অভিনয়ের সূত্র ধরে একে অন্যের সঙ্গে পরিচয় হয় সুশান্ত-অঙ্কিতার। এরপর হয় প্রেম। বিয়ে না করলেও তারপর থেকে একই সঙ্গে বসবাস করছিলেন তারা। চলতি বছরের জানুয়ারিতে তাদের বিয়ের ঘোষণাও দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে গত মে মাসে তাদের ছাড়াছাড়ির বিষয়টি নিশ্চিত করেছেন সুশান্ত সিং রাজপুত। কী কারণে তাদের ছাড়াছাড়ি হয়েছে তা না বললেও এ বিষয়ে যে গুঞ্জন শোনা গিয়েছিল তা যে সত্যি নয় তা জানিয়েছেন সুশান্ত। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইটে ছাড়াছাড়ির বিষয়টি নিয়ে তিনি লিখেছেন, ‘সে (অঙ্কিতা) অ্যালকোহলে আসক্ত নয়, আমিও নারী আসক্ত নই। মানুষের মধ্যে ছাড়াছাড়ি হয় এবং এটি খুবই দুঃখজনক।’

 

হিমেশ রেশমিয়া ও কোমল : ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন হিমেশ রেশমিয়া ও তার স্ত্রী কোমল।  ৬ ডিসেম্বর মুম্বাইয়ের বান্দ্রায় একটি ফ্যামিলি কোর্টে তারা ডিভোর্সের আবেদন করেন।

 

এ প্রসঙ্গে হিমেশ রেশমিয়া বলেন, ‘জীবনে কিছু সময় আসে যখন পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং আমাদের সম্পর্ককে শ্রদ্ধা জানিয়ে কোমল এবং আমি সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই সিদ্ধান্তে কারো কোনো সমস্যা নেই, আমাদের পরিবারও এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে। এরপরও কোমল আমাদের পরিবারের এবং আমি তার পরিবারের অংশ হয়ে থাকব।’

 

অন্যদিকে কোমল বলেন, ‘হিমেশ ও আমি পরস্পরকে শ্রদ্ধা করি এবং আমরা সমঝোতার মাধ্যমেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা সব সময়ই থাকবে। আমি সব সময়ই তার পরিবারের অংশ হয়ে থাকব। আমার পরিবারে তার অবস্থানও একই থাকবে।’


ধামাকা অফার চলছে !BRAND BAZAAR এ LED / 3D/ Smart / 4K TV AC , 40- 65% ডিস্কাউন্ট !
আরও পন্য দেখতে ছবির উপরে ক্লিক করুন166

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment