মরহুমা নিলুফার মান্নানের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরহুমা নিলুফার মান্নানের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল হাশেম ফকির

বিএনপির ভাইস চেয়ারম্যান, ঢাকা-২ (নবাবগঞ্জ)আসনের সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের স্ত্রী মরহুমা নিলুফার মান্নান (৬৮)এর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুমা নিলুফার মান্নানের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ২৯ নভেম্বর বুধবার বাদ আছর ধানমন্ডি ৭ রোডের বাইতুল আমান জামে মসজিদে এ কুলখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিঙ্গাপুরের র‍্যাফেলস স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। মরহুমার মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নানের জামাতা নাসির উদ্দিন আহমেদ অসিম বিভিন্ন এলাকা থেকে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার শাশুরী আম্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করেন। এসময় উপস্হিত ছিলেন,মরহুমার স্বামী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান,সাবেক ছাত্রদল নেতা হাবিব উন নবী,শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,মানবাধিকার সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসিম,মীর সরাফত আলী ফকু,ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাঃ দেওয়ান সালাউদ্দিন সহ আরো উপস্থিত ছিলেন,ধানমন্ডি ও ঢাকার বিভিন্ন এলাকার বিএনপির এবং সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment