নাসিরের পাঁচ উইকেট, চিটাগংয়ের লজ্জার রেকর্ড

নাসিরের পাঁচ উইকেট, চিটাগংয়ের লজ্জার রেকর্ড

প্রথম শ্রেণির ক্রিকেট এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে পাঁচ উইকেটের স্বাদ অনেক আগেই পেয়েছিলেন নাসির হোসেন। ডানহাতি এ স্পিনার এবার টি-টোয়েন্টিতেও একই স্বাদ পেলেন।

নাসিরের পাঁচ উইকেট, চিটাগংয়ের লজ্জার রেকর্ড

এর আগে কখনোই টি-টোয়েন্টিতে ৩ উইকেটের বেশি পাননি নাসির। আজ চিটাগং ভাইকিংসের বিপক্ষে বল হাতে গুনে গুনে পাঁচটি উইকেট নেন সিলেট সিক্সার্সের অধিনায়ক। চতুর্থ বোলার হিসেবে এবারের বিপিএলে চার উইকেট নেওয়া কীর্তি গড়লেন নাসির।

টস জিতে বোলিং করতে নেমে প্রথম ওভারেই নিজেকে বোলিংয়ে নিয়ে আসেন নাসির। স্লো এবং টার্ণিং উইকেটের পুরো সুবিধা আদায় করেন  এ স্পিনার। প্রথম বলে লুক রনকি বিশাল ছক্কা হাঁকান। পরের বলে আবারও একই শট রনকির। কিন্তু এবার বল মিস করলেন চিটাগংয়ের অধিনায়ক। সরাসরি বোল্ড করেন রনকি। ওভারের শেষ বলে আবারও চিটাগং শিবিরে আঘাত করেন নাসির। তার আর্ম বলে ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে সৌম্য ফিরতি ক্যাচ দেন নাসিরকে।

তৃতীয় ওভারের তৃতীয় বলে রিচের কাছে ছক্কা হজম করেন এ স্পিনার। এক বল পরই প্রতিশোধ নেন নাসির। লাইনের বাইরের বল টেনে স্লগ সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন রিচ। পঞ্চম ওভারে আবারও উইকেটের স্বাদ পান নাসির। এবার তার শিকার তানবীর আহমেদ। ব্যাকফুটে গিয়ে ডাক করতে গিয়ে এলবিডব্লিউ হন ডানহাতি এ ব্যাটসম্যান। আম্পায়ার আঙুল তুললেও উইকেট পেতে ভাগ্যকে পাশে পেয়েছিলেন নাসির। বল স্ট্যাম্প বরাবর পিচ করলেও উইকেটে আঘাত করত না। বেরিয়ে যাচ্ছিল অফস্ট্যাম্পের বাইরে দিয়ে।

নিজের স্পেলের শেষ ওভারে ১০ রান খরচ করেন নাসির। কিন্তু ঠিকই তুলে নেন পঞ্চম উইকেট। নাসিরের টার্ণ করা বল মিড উইকেটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন স্টিয়ান ভিন জিল। ৪ ওভারে তার বোলিং ফিগার ৪-০-৩১-৫।

তার দূর্দান্ত বোলিংয়ে চিটাগং গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে। যা এবারের বিপিএলে সর্বনিম্ন রান। নাসিরের পাঁচ উইকেটের পাশাপাশি নাবিল সামাদ ৩টি এবং শরীফউল্লাহ ২টি উইকেট নেন। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন ইরফান শুক্কুর। ১২ রান আগে রিচের ব্যাট থেকে। স্টিয়ান ভন জিল করেন ১১ রান। এছাড়া কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি।

এর আগে এবারের বিপিএলে পাঁচ উইকেট নেন হাসান আলী, সাকিব আল হাসান ও শফিউল ইসলাম।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment