রাত হলেই আরো বেড়ে যায় বিষাক্ত ধোঁয়ার গন্ধ

রাত হলেই আরো বেড়ে যায় বিষাক্ত ধোঁয়ার গন্ধ


নিজেস্ব প্রতিবেদকঃ-
কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের কুমলি, ধীৎপুর, কাজির গাঁও, ও বিলকাঠুরিয়া গ্রামের মাঝখানে এভাবেই বেশকয়েক বছর ধরে পোড়ানো হচ্ছে নষ্ট বাতিল ব্যাটারি।
রাত হলেই আরো বেড়ে যায় বিষাক্ত ধোঁয়ার গন্ধ এসব নষ্ট ও বাতিল ব্যাটারি পুড়িয়ে এর থেকে শিশা বের করে এবং শিশা গুলো গলিয়ে পাটা বানিয়ে বিক্রি করেন তারা অথচ এ ধরনের কারখানা গুলোর ধোঁয়া মানুষের স্বাস্থ্য ও গবাদিপশু এমনকি পরিবেশের জন্যেও খুবই ক্ষতিকর তবুও এই ধরনে কারখানা বন্ধের নেই কোন উদ্যোগ। সরজমিনে গিয়ে বেশকয়েক জন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হলে তাদের মধ্যে একজন বাস্তা ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মন্জুর হোসেন বলেন কারখানাটির পাশেই চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কারখানায় ব্যাটারি পোড়ানোর সময় বেশি ক্ষতি হয় বিদ্যালয়ে থাকা ছোট ছোট বাচ্চাদের এ ছাড়াও আশেপাশে যারা বাস করে তাদের স্বাস্থ্যের জন্য এ ধোঁয়া খুবই ক্ষতিকর এমনকি গৃহপালিত পশুপাখি ও পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এ ধোঁয়া। এর আগে কুমলি, কাজির গাঁও, ধীৎপুর, বিলকাঠুরিয়া এ গ্রাম গুলোর মানুষ একত্রিত হয়ে বেশ কয়েকবার কারখানার মালিককে অনুরোধ করেছি এবং অসুবিধার কথা জানিয়েছি তবুও সে আমাদের কথা মানে নি বেশ কয়েকবার অভিযোগ ও বাধা দেওয়ার চেষ্টা করার কারনে কারখানা মালিক উল্টো গ্রামবাসীদেরকে পুলিশ দিয়ে হয়রানির চেষ্টা করিয়েছেন। অন্য আরেক জন বলেন সারাদিন কাজ করে বাসায় ফিরে আমরা যখন রাস্তায় বা কোন চায়ের দোকানে বসি এ ধোঁয়ার গন্ধে বসাও কষ্টকর হয়ে যায়, এমন কি ঘরের ভেতরেও এ ধোঁয়ার গন্ধ পাওয়া যায় যা নিশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে, রাত হলেই আরো বেড়ে যায় এ ধোঁয়ার গন্ধ । এ বিষয়ে তারা আরো বলেন যে আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ কখনোই এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেন না আশা করি তিনি এ বিষাক্ত শিশার ধোঁয়ার হাত থেকে আমাদের রক্ষা করবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন । আপনাদের কাছে আমাদের একটাই দাবি আপনার এসব ঘটনা গুলোকে সঠিক ভাবে পত্রিকায় দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করান

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment