স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রস্রয় দেয়া হবে না : দূর্জয়।

স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রস্রয় দেয়া হবে না ...............দূর্জয়।

 

Brand Bazaar

কামরুল হাসান খান:

স্বাধীনতা বিরোধী শক্তিকে আর প্রস্রয় দেয়া হবেনা।রাজনীতির নামে দেশে প্রতিনিয়ত বোমাবাজি চালিয়ে মানুষ হত্যা করছে। এদের দ্বারা দেশের কল্যান অনিশ্চিত।তাই, স্বাধীনতার শত্রু এসব অপশক্তিকে প্রতিহত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করে গড়ে তুলতে হবে। রোববার সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বড় হাতকোড়ায় ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে -জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,বিসিবি’র পরিচালক,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয় এসব কথা বলেন।

স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রস্রয় দেয়া হবে না ...............দূর্জয়।

এসময় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,দৌলতপুর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুল হক,সাধারন সম্পাদক মো:আব্দুল কুদ্দুস,যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেনসহ আ’লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃস্হানীয় ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি মো:দেলোয়ার হোসেনএর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন,বিগত সময়ে যারা দেশের শান্তিপ্রিয় সাধারন মানুষের ভাগ্য জীবন জুয়ায় মেতে উঠেছিল-তাদেরকে উচিত জবাব দিতে সাধারন ভোটাররা প্রস্তুত রয়েছে। তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করার অাশাবাদ ব্যক্ত করেন। তিনি বিজয়ের এই মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ সপরিবারে নিহত সকল সদস্য ও স্বাধীনতাযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেন ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন। এরপরে রাতে তিনি ধামশ্বরের শাইলাবাড়ী দরবেশ বাবার বাৎসরিক ওরশে এবং কলিয়ায় একটি ওরশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment