টঙ্গীবাড়িতে অ্যাটর্নি জেনারেলের কম্বল বিতরণ

টঙ্গীবাড়িতে অ্যাটর্নি জেনারেলের কম্বল বিতরণ

 মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ)॥

অ্যার্টনি জেনারেল এ্যাড. মাহবুবে আলম মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। মঙ্গলবার দিঘীরপাড়া, হাসাইল-বানারি, কামারখারা ও পাঁচগাওসহ ৪টি ইউনিয়নে এক হাজার দুস্থ্য শীতার্ত মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে এ কম্বল বিতরণ করেন তিনি।

টঙ্গীবাড়িতে অ্যাটর্নি জেনারেলের কম্বল বিতরণ

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ) মো. আবুল বাসার, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ মোড়ল, লৌহজংয়ের কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, টঙ্গীবাড়ির দিঘীরপাড় ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন হাওলাদার, হাসাইল ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার এবং কামারখারা ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন হাওলাদার, পাচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মিলন, বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন মতু, কলমা ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন শেখ, আরফান হোসেন মুন্সী, দেলোয়ার হোসেন, আলমাস চোকদার আওয়ামীলীগ নেতা স্বপন মাঝি প্রমূখ। অ্যাটর্নি জেনারেল বলেন, সমাজের বৃত্তবানদের উচিৎ এই শীতে গরীব দুঃখী মানুষের পাশে দাড়ানো। একটি ইউনিয়নের অনেক সুস্থ্য লোক থাকে, আমার একার পক্ষে সকলকে সহযোগিতা করা সম্ভব নয়। আমি আমার সাধ্য মত সাহায্য করছি। পাশাপাশি সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে দেশের প্রতিটি এলাকায় আর দুরিদ্রদের শীতে কষ্ট করতে হবেনা। শুধু শীতেই নয়। বৃত্তবানদের সব সময় দরিদ্রদের পাশে দাড়ানো উচিৎ। তাদের সুখ-দুঃখের সাথী হলে সমাজে আর কেউ কষ্টে থাকবেনা। তাই আমাদের উচিৎ তাদের সুখ দুঃখে পাশে থাকা।#

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment