ঢাকার দোহারে (SDP) সংস্থা অায়োজিত মাদক বিরোধী অালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকার দোহারে (SDP) সংস্থা অায়োজিত মাদক বিরোধী অালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

Brand Bazaar

ফিরোজ হোসেন, দোহার- নবাবগঞ্জ (ঢাকা):

মাদক মুক্ত সুন্দর একটি সমাজ গড়াই অামাদের লক্ষ, এই শ্লোগানকে সামনে রেখে বিজয়ের মাস উপলক্ষে মাদক বিরোধী অালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় ঢাকার দোহার উপজেলার কাঠালীঘাটায় মাদক প্রতিরোধ ও জনকল্যাণ সংস্থা (SDP) অায়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকার দোহারে (SDP) সংস্থা অায়োজিত মাদক বিরোধী অালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা জামাল উদ্দিন অাহম্মেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো: টিটু ভূইয়ার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা চেয়ারম্যান অালমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়া, অবসর প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মুজিবুর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর বেপারী সহ সংগঠনের সকল সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অালোচক হিসেবে অালোচনা করেন মাদক প্রতিরোধ ও জনকল্যাণ সংস্থা (SDP) এর ভারপ্রাপ্ত সভাপতি অাজাহারুল হক। এসময় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণঅান্দোলন গড়ে তুলুন তাহলেই মাদক বিক্রেতারা এলাকা ছেড়ে পালিয়ে যাবে। অামরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক অান্দোলন গড়ে তুললে অামাদের পরিবার ও সন্তানরা ভালো থাকবে। মাদক বিক্রেতারা যত শক্তিশালীই হউক না কেন তারা সমাজের ও দেশের শত্রু। যারা মাদক বিক্রয় ও সেবনের সাথে জড়িত তাদেরকে অাইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। তাহলেই মাদক মুক্ত সমাজ গড়ে তোলা যাবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment