আশুলিয়ায় একটি টেইলার্স এর দোকানে দুর্ধর্ষ চুরি

আশুলিয়ায় একটি টেইলার্স এর দোকানে দুর্ধর্ষ চুরি

আশুলিয়ায় একটি টেইলার্স এর দোকানে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোররা এসময় ওই টেইলার্স এর দোকান থেকে প্রায় ১৪ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। মঙ্গলবার ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় গর্জন টেইলার্স এন্ড ক্লথ স্টোরে এ চুরির ঘটনা ঘটে।

আশুলিয়ায় একটি টেইলার্স এর দোকানে দুর্ধর্ষ চুরি

গর্জন টেইলার্স এর মালিক আনিসুর রহমান স্বপন বলেন, ভোর রাতে তার দোকানের তালা ভেঙ্গে একদল চোর ভিতরে প্রবেশ করে লুঙ্গি, থ্রী পিছ, কাপরসহ প্রায় ১৪ লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। এঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। চুরি হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment