ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা, আহত-১০

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা, আহত-১০

 

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান তেল পাম্পের কাছে নষ্ট হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা, আহত-১০

তাৎক্ষণিক ভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনে থাকা প্রায় ১০ যাত্রী আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। কালীগঞ্জ থানায় দায়িত্বরত কর্মকর্তা ওসি মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment