দলের ওপর আস্থা হারাচ্ছেন না জিদান

মৌসুমের মাঝপথে রিয়াল মাদ্রিদ পথ হারিয়ে ফেলেছে। গত মৌসুমের সেই দাপট আর নেই তাদের পারফরম্যান্সে। তারপরও দলের ওপর আস্থা রাখছেন কোচ জিনেদিন জিদান।লা লিগায় শীর্ষ দল বার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্ট পেছনে রিয়াল। শিরোপা ধরে রাখার মিশন থেকে প্রায় ছিটকে গেছে তারা। বিশেষ করে সব ধরনের প্রতিযোগিতায় টানা দ্বিতীয় ড্রর পর সমালোচনা হচ্ছে তাদের নিয়ে। লা লিগায় সেল্তা ভিগোর সঙ্গে ড্র করার পর কোপা দেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগে দ্বিতীয় সারির দল নুমান্সিয়ার সঙ্গে ড্র করেছে তারা।বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল জয়ের দেখা না পেলেও খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন
জিদান, ‘আমি আমার দলের ওপর আস্থা রাখছি। শেষ পর্যন্ত কী হয় দেখবো আমরা।’ ড্র করলেও যা পাওয়ার তা পেয়েছেন ফরাসি কোচ, ‘খেলোয়াড়দের তাদের কাজ ঠিকভাবে করেছে। আমরা পরের পর্বে উঠেছি, এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। নুমান্সিয়া হাল ছাড়েনি শেষ পর্যন্ত। তারাও ভালো খেলেছে।’ঘরের মাঠে আরেকবার ব্যর্থ হওয়ায় হতাশার সাগরে ভাসছেন না জিদান। স্বাগতিক দর্শকরা কী ভাবছে সেটা নিয়েও মাথা ঘামাচ্ছেন না রিয়াল কোচ। এমনকি এই মৌসুমে বার্নাব্যুতে (৫ ড্র ও ২ হার) রিয়ালের ফর্মও নয়, ‘এটা আমাকে উদ্বিগ্ন করে না। আমি কাজ করে যাবো। আমাকে কেউ আটকাতে পারবে না। আমি সমালোচনায় কান দেই না।’ মার্কা

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment