দীপিকার সিনেমাটি মুক্তি পেলে ‘আগুনে ঝাঁপ দেবেন’ নারীরা!

বিক্ষোভ ও আন্দোলনের মুখে সিনেমার নাম, পোস্টার, ৩০০টি দৃশ্য পর্যন্ত পরিবর্তন করলেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। এমনকি দীপিকা পাড়ুকোনের খোলা পেট নিয়ে বিতর্ক শুরু হতেই কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে সেটিও ঢেকে দিতে চলেছেন বলিউড পরিচালক। কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না যেন। এবারের হুমকি, ‘পদ্মাবতী’ থেকে ‘পদ্মাবত’ শিরোনামের

আগামী ২৬ জানিয়ারি মুক্তির ছাড়পত্র পেয়েছিল দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর অভিনীত ছবিটি। কিন্তু ছবিটির মুক্তি ঠেকাতে গতকাল প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে ভারতের চিতোরগড়ে। ৫০০ জন নারী এই কর্মসূচিতে অংশ নেন।ওই কর্মসূচিতে অন্যদের মধ্যে ছিলেন নামী পরিবারের ১০০ জন নারী।এদিকে রাজপুত কর্ণি সেনার মুখপাত্র বীরেন্দ্র সিং ১৭ জানুয়ারি চিতোরগড়ে জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাকদিয়েছেন। তিনি বলেন, ‘১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করা হবে। তাকে সিনেমাটি মুক্তি না দেওয়ার অনুরোধ জানানো হবে। যদি তার পরও সিনেমাটি মুক্তি দেওয়া হয়, তাহলে ক্ষত্রিয় সমাজের নারীরা ২৪ জানুয়ারি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।’পদ্মাবত ছবিটি এরই মধ্যে সেন্সর বোর্ডের সামনে প্রদর্শিত হয়েছে। যা যা সংশোধনীর পরামর্শ দেওয়া হয়েছিল, তা করেছেন পরিচালক। সেন্সরের আর কোনো বিশেষ আপত্তিও নেই। ফলে ছবির মুক্তি নির্ধারিত দিনেই হওয়ার কথা। কিন্তু এমনই হুমকির কারণে ছবির মুক্তির বিষয়টি আরও জটিল আকার ধারণ করল।প্রশাসনের আশঙ্কা, তেমন কিছু ঘটে গেলে তীব্র বিতর্ক তৈরি হবে। কারণ পদ্মাবতী তথা রানি পদ্মিনীকে নিয়ে রাজপুত সম্প্রদায় যথেষ্ট আবেগপ্রবণ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment