‘একজন মহিলার স্তন থাকে। পুরুষের থেকে সে কারণেই নারী আলাদা। আমারও স্তন আছে। সত্যি বলতে তা সুন্দরও। জুসি বা মেলন যে নামে ডাকার প্রবৃত্তি হয় ডাকুন। আমার মনে হয় যারা আমার শরীরের অঙ্গের নাম দেয়ায় ব্যস্ত আছেন, তারা সময় নষ্ট না করে অন্য কাজ করুন। স্তন আমারই এবং আমি তা পছন্দও করি।’
বডি শেমিংয়ের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রী শামা সিকান্দার। সম্প্রতি তার শরীর নিয়ে অশ্লীল মন্তব্য করায় ক্ষেপে যান তিনি।
এর আগেও দীপিকা পাড়ুকোনও প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমার স্তন আছে। ক্লিভেজও আছে। কিন্তু অভিনেত্রী মানেই তো স্রেফ শরীর নয়, স্তন বা ক্লিভেজ নয়।
এদিকে বিকিনি পরা ছবি দিয়ে একাধিক অভিনেত্রী হেনস্তার শিকার হয়েছিলেন। দিনকয়েক আগে রীতিমতো নাজেহাল হয়েছিলেন এষা গুপ্তা। অন্তর্বাস পরা অবস্থায় ছবি দিয়ে বিপাকে পড়েছিলেন।