বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের বিএনপির নেতাদের সঙ্গে টানা ৩ ঘণ্টা বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। বুধবার রাতে নগরীর মেহেদীবাগ এলাকায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাস ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় আসেন। এরআগে নগর বিএনপির নেতারা সেখানে উপস্থিত হন। রাত ১০টা পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠক শেষে বার্নিকাট বের হওয়ার সময় সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলে, তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করেননি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি ছিলো আমাদের ব্যক্তিগত বৈঠক। মার্কিন সরকার বাংলাদেশে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানান তিনি।