মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নযুাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি:-
যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ প্রবীন সাংবাদিক বাবু শংকর রায়(৬০)কে চিকিৎসা সহায়তা হিসাবে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। সোমবার(১৫জানুয়ারি ) বিকালে যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর পৌর এলাকা নিবাসী জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি অসুস্থ প্রবীন সাংবাদিক বাবু শংকর রায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা হিসাবে নগদ ২০ হাজার টাকা তাঁর হাতে তুলে দিয়েছন জগন্নাথপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু ও যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব।
এই চিকিৎসা সহায়তার জন্য যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি মুজিবুল হক মনি, সহ-সভাপতি হেলন মিয়া, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ হামজা ও ট্রেজারার নুর আলীসহ সংগঠনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জগন্নাথপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দসহ আর্থিক সহায়তা প্রদানকারী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন অসুস্থ প্রবীন সাংবাদিক শংকর রায়। উল্লেখ্য, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি সাংবাদিক বাবু শংকর রায় বেশ কিছু দিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভূগছেন।